• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খোঁজ মিলছে না সাংবাদিক বিভুরঞ্জন সরকারের, থানায় জিডি

ভিওডি বাংলা ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পি.এম.
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার- ছবি সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর পরিবার। বৃহস্পতিবার  (২১ আগস্ট) সকালে তিনি বাসা থেকে বের হন, এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে একটি জিডি করেছেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তাঁর সর্বশেষ অবস্থান জানা যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। এছাড়া অন্যান্য সূত্র থেকেও তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে তিনি আজকের পত্রিকা অফিসে যাওয়ার কথা বলেও সেখানে যাননি এবং মোবাইল ফোনও বাসায় রেখে গেছেন। পরিবার সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েছে, তবে কোনো সাফল্য মেলেনি।

আজকের পত্রিকা সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।

বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে লিখেছেন, “আমার দাদা সকালে অফিস যাবেন বলে বের হন। পরে জানা গেছে, তিনি অফিসে যাননি। পরিচিত পরিমণ্ডলেও তাঁকে দেখা যায়নি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি। মোবাইল ফোনও বাসায় রেখেছেন। আমরা পরিবারের সবাই ভীষণ উদ্বেগে আছি।”

চিররঞ্জন সরকার বলেন, ‘আজ শুক্রবার (২২ আগস্ট) এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। কী হয়েছে, তা আমরা আন্দাজ করতে পারছি না।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ