• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পি.এম.
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে-কে শুক্রবার (২২ আগস্ট) গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

‘আদা দেরানা’ নামে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সি বিক্রমাসিংহে তার স্ত্রীর স্নাতক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাওয়ার তদন্তে জবানবন্দি রেকর্ড করতে রাজধানী কলম্বোর সিআইডি অফিসে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়।
 
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেননি। এছাড়া, রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বিক্রমাসিংহের কার্যালয়। শ্রীলঙ্কায় রেকর্ড ছয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আইনজীবী বিক্রমাসিংহে-কে ২০২২ সালে দ্বীপরাষ্ট্রটির দুর্বল আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট করা হয়। 
 
অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপক বিক্ষোভের ফলে তার পূর্বসূরি গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কা থেকে পালাতে এবং পরে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর, ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে ক্ষমতা গ্রহণ করেন।
 
সূত্র: রয়টার্স 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল
মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল
জাপানে চালের দাম বেড়েছে ৯১ শতাংশ
জাপানে চালের দাম বেড়েছে ৯১ শতাংশ