• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আন্তজেলা বালিকা সাঁতার প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৪:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আজ শুক্রবার (২২ আগস্ট) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তজেলা বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা’। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ২১টি জেলা থেকে ১০৭ জন বালিকা অংশগ্রহণ করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮ থেকে ১৪ বছর বয়সী বালিকা সাঁতারুদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে: ক-গ্রুপ: ৮–১০ বছর, খ-গ্রুপ: ১১–১২ বছর ও গ-গ্রুপ: ১৩–১৪ বছর। 

তারা মোট ৯টি ইভেন্টে অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রি স্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই এবং ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডল।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘ভালো পারফরমেন্স করা সাঁতারুদের বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। এ ধারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান সাঁতারু গড়ে তুলবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর মো. আতিকুর রহমান (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফিরোজা করিম নেলী।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল (২৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে, যা ক্রীড়া মেধা অন্বেষণের আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে শেষ হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তানজিদ হাসান তামিম
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তানজিদ হাসান তামিম
বিসিবি সভাপতি এইচপি-নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন
বিসিবি সভাপতি এইচপি-নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন
ছন্দ খুঁজে ফেরার লড়াই, ৫শ’ উইকেটের কাছাকাছি সাকিব
ছন্দ খুঁজে ফেরার লড়াই, ৫শ’ উইকেটের কাছাকাছি সাকিব