শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ চলছে


রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সমাবেশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
সমাবেশে অংশগ্রহণকারী নেতারা তিনটি মূল দাবি উত্থাপন করেন-
১. প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার
২. সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৩. ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা
ঢাকা শহর ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিয়েছেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে রাষ্ট্রীয় ন্যায়ের দাবি জানান এবং রাজনৈতিক ও সামাজিক সংস্কারের আহ্বান জানান।
ভিওডি বাংলা/জা