• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজা সিটি ও আশপাশে দুর্ভিক্ষের সতর্কতা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা সংস্থা (IPC) নিশ্চিত করেছে, গাজা সিটি এবং আশপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ হলো প্রথমবারের মতো জাতিসংঘের কোনো সংস্থা আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষের বিষয়টি জানাচ্ছে।

কাতারভিত্তিক আলজাজিরার শুক্রবার (২২ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, আইপিসি গাজা সিটি ও আশেপাশের এলাকা ‘পঞ্চম ধাপ’ বা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপে উন্নীত করেছে। এর অর্থ, এই এলাকার মানুষ এখন চরম অনাহার এবং মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছেন। সংস্থাটি সতর্ক করেছে, সেপ্টেম্বরে মধ্য গাজার দুই শহর-দেইর এল-বালাহ ও খান ইউনুসেও একই ধাপের দুর্ভিক্ষ শুরু হতে পারে।

বর্তমানে গাজা জুড়ে ৫ লাখের বেশি মানুষ ‘পঞ্চম ধাপ’-এ বাস করছে। এছাড়া মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ ‘চতুর্থ ধাপ’-এ রয়েছে, যারা খাদ্য সংকটে ভুগছেন। ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ‘তৃতীয় ধাপ’-এ আছে, যারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

আইপিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন থেকে পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে ৪১ হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকির মধ্যে। প্রায় ৫৫ হাজার ৫০০ গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীরও জরুরি পুষ্টি সহায়তার প্রয়োজন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে উঠে আসা তথ্য প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় কোনও দুর্ভিক্ষ হয়নি এবং রিপোর্টটি ‘হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি’।

এর আগে ১০০টিরও বেশি এনজিও ও মানবাধিকার গোষ্ঠী গাজা উপত্যকায় দুর্ভিক্ষের বিস্তার নিয়ে সতর্ক করেছিল। তারা অভিযোগ করেছে, ইসরায়েল খাদ্য বিতরণে বাধা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজা উপত্যকা বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মার্চ ২০২৫ থেকে সব সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় খাদ্য, চিকিৎসা ও মানবিক সাহায্য পৌঁছাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি যুদ্ধে ক্ষুধাজনিত কারণে ২৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১১২ জন শিশু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল
মার্কিন সেনাবাহিনীতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল