অভিষেকের পর টানা ফিফটিতে বিশ্বরেকর্ড ব্রিটজকের


ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলেছেন ৮৮ রানের ঝকঝকে ইনিংস। ৮ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে গড়লেন বিশ্বরেকর্ডও।
পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ১৫০ রানের দারুণ ইনিংস খেলেন ব্রিটজকে। যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরপর পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে খেলেন ৫৭ রানের ইনিংস। আর দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রান তুলে অভিষেকের পর টানা চার ইনিংসে ফিফটির কীর্তি গড়লেন তিনি।
এর আগে ভারতের নভজোৎ সিং সিধু অভিষেক থেকে টানা চার ফিফটি করেছিলেন। তবে তিনি পাঁচ ম্যাচ খেলে এ মাইলফলকে পৌঁছান, কারণ ১৯৮৭ সালের বিশ্বকাপে একটি ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু ব্রিটজকে প্রথম চার ওয়ানডেতেই ফিফটি হাঁকিয়ে নতুন ইতিহাস গড়লেন।
ইতোমধ্যেই প্রথম তিন ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্রিটজকে। এবার চার ইনিংস শেষে তার সংগ্রহ দাঁড়াল ৩৭৮ রান।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, অভিষেকের পর এভাবে ধারাবাহিক রান করা সহজ ব্যাপার নয়। ব্রিটজকে শুরুতেই যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তাতে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আগামী দিনে বড় ভরসা হয়ে উঠতে পারেন। বিশেষ করে টপ অর্ডারে তার দৃঢ়তা দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
ভিওডি বাংলা/ আরিফ