উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে: আযম খান


বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই দলটি একদিকে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, অন্যদিকে পিআরের জন্য আন্দোলন করছে। এগুলো জাতির সামনে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। তারা গ্রামেগঞ্জে গিয়ে বলেছেন উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আমাদের নবী করিম (সা.) ও এমন কথা বলেনি। কারণ বেহেশতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এরা একদিকে ধর্মের সাথে প্রতারণা করছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, আমরা শেখ হাসিনা উত্তরসূরী নয়। আমরা বেগম খালেদা জিয়ার উত্তরসূরী। হাসিনার আমলের মতো কেউ দুর্নীতিতে জড়াবেন না, তাহলে হাসিনার মতো অবস্থা হবে আমাদেরও। আজ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
সম্মেলন শেষে জামাল উদ্দীনকে সভাপতি ও সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে রামগতি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সাথে সাহেদ আলী পটুকে সভাপতি ও আল আমিন মুর্তজাকে সাধারণ সম্পাদক করে রামগতি পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ