• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ২ পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধাপাকা ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে হিরাজিল গ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে জানা যায়, ফ্রিজের কম্প্রেসার ফেটে যাওয়াই আগুনের মূল কারণ।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, “ফ্রিজের কম্প্রেসার থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। ঘরে বা আশপাশে অন্য কোনো গ্যাসের চিহ্ন পাওয়া যায়নি।”

দগ্ধরা হলেন-দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫); দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) এবং মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ৯ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের শরীরের পুড়ে যাওয়া অংশের হার: হাসান ৪৪%, সালমা ৪৮%, আসমা ৪৮%, তৃষা ৫৩%, জান্নাত ৪০%, মুনতাহা ৩৭%, এবং এক মাস বয়সি ইমাম ৩০%। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

দগ্ধ হাসানের ভাই রকিবুল বলেন, ‘দুই পরিবার দিনমজুরের কাজ করতেন ও আধা সেমিপাকা ঘরে থাকতেন। রাতের হঠাৎ বিস্ফোরণেই তারা দগ্ধ হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে বিজিবির অভিযানে প্রাইভেটকারসহ গাঁজা জব্দ
ফেনীতে বিজিবির অভিযানে প্রাইভেটকারসহ গাঁজা জব্দ
মধুপুরে গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার
মধুপুরে গ্রাম পুলিশের হাতে শুভেচ্ছা উপহার
উন্মুক্ত লটারী পদ্ধতিতে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নির্বাচিত
উন্মুক্ত লটারী পদ্ধতিতে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নির্বাচিত