• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৭ এ.এম.
মির্জা আব্বাস- ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপিকেও রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে দেশকে রাজনীতিশূন্য করার ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি প্রভাবশালী মহলের প্ররোচনায় নতুন করে ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, সাজেক এবং নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে গুরুতর ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দলও আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে সেই চক্রান্তে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন মাইনাস-টু ফর্মুলা চালু হয়েছে, যা ১/১১ সময়কার ফর্মুলার মতোই। তখন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এটি বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। এবার দেশি-বিদেশি মহল ভিন্ন আকারে একই চেষ্টা চালাচ্ছে।”

আব্বাসের অভিযোগ, সমন্বিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে বিএনপিকে ‘অবিশ্বস্ত’ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এখনো প্রশাসনের ভেতরে আওয়ামীপন্থি ব্যক্তিরা এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী বিএনপিকে দুর্বল করার জন্য সক্রিয় রয়েছে। তাদের লক্ষ্য-আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকাকালীন বিএনপিকে সরিয়ে দিলে শাসনক্ষমতা নিজেদের হাতে নেওয়া সহজ হবে।

তিনি বলেন, “যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারাই নিজেদের স্বার্থে নতুন করে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। ১/১১–তে এটি সেনাসমর্থিত সরকারের মাধ্যমে এসেছিল, আর এবার আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ‘মাইনাস-বিএনপি ফর্মুলা’ চালানো হচ্ছে।”

কারা এই ষড়যন্ত্রের পেছনে-এমন প্রশ্নে আব্বাসের জবাব, “শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি-বিদেশি মাস্টারমাইন্ডরাই নতুনভাবে মাইনাস-টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুবিধাবাদী হলে শেখ হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতাম: নুরুল হক
সুবিধাবাদী হলে শেখ হাসিনার ক্যাবিনেটে মন্ত্রী হতাম: নুরুল হক
উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে: আযম খান
উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে: আযম খান
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বাবর
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বাবর