সাতক্ষীরায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা


সাতক্ষীরার তালা উপজেলায় যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনা শুক্রবার (২২ আগস্ট) রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায় ঘটে।
নিহত শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং কীটনাশকের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শামীমকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি।”
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়নি।
ভিওডি বাংলা/জা