রাজধানীতে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত


জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮:১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ট্রেনের প্রথম দিকের তিন নম্বর কোচ (৭০৬৩) লাইনের বাইরে চলে যায়। ঘটনা পরপরই লাইনের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়, ফলে সেকশনটি দ্রুত ক্লিয়ার করা সম্ভব হয়।
ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। এটি ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে। পরে সব কোচ ঢাকায় এনে শান্টিং করা হবে এবং যমুনা এক্সপ্রেস পুনরায় চালু হবে।
সৌভাগ্যক্রমে, এই ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ট্রেনগুলোর আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা