মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত


আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৫ সালের নভেম্বরে ভারতের কেরালা রাজ্যে প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে ভারত সফরের দিনক্ষণ ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনা দুইটি ফিফা উইন্ডোয় প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি ৬-১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি ১০-১৮ নভেম্বরের মধ্যে, যেখানে আর্জেন্টিনা ভারতের কেরালায় খেলবে।’
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও এ সফরের খবর নিশ্চিত করেছেন। তবে ভারতের কোন শহরে এবং কোন দলের বিপক্ষে ম্যাচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে, অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষও নিশ্চিত হয়নি।
এর আগে ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা। সল্ট লেক স্টেডিয়ামে তারা ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। এবারও কিছু জটিলতার কারণে মে মাসে সফর শঙ্কায় ছিল, কিন্তু পরে সব জটিলতা দূর হয়ে সফরের সূচি চূড়ান্ত হয়।
আর্জেন্টিনা দলের ভারত সফরের পর মেসি ব্যক্তিগতভাবে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ সফর করবেন। এতে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে আছে।
বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনেজুয়েলার ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে মেসির দল।
ভিওডি বাংলা/জা