• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজকের দিনে ইতিহাসে যা ঘটেছিল

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০১:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

থেমে থাকে না নিয়মের স্রোতে বয়ে চলার সময়। তবে অসংখ্য স্মৃতি প্রকৃতির নিয়মে সময় তার অবস্থান পরিবর্তন করলেও রেখে যায়। সময়ের পরিক্রমায় আজকের (২৩ আগস্ট) দিনটিও নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। আজকের এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা, জন্ম নিয়েছেন প্রভাবশালী ব্যক্তিত্বরা, কেউ আবার বিদায়ও জানিয়েছেন এই পৃথিবীকে। পাঠকদের জন্য উল্লেখযোগ্য কিছু ঘটনা তুলে ধরা হলো -

উল্লেখযোগ্য ঘটনা:

১৩২৮ - ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।
১৬১৭ - লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।
১৭৯৯ - নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।
১৮২১ - মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৮৩৩ - ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
১৮৩৯ - ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
১৮৬৬ - প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৫ - বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব্ব সতী’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।
১৯১৪ - জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ - প্রথম ফয়সাল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।
১৯২৫ - বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ - হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ - স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ - রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।
১৯৬২ - বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
১৯৮৬ - পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৯১ - ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ - রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
১৯৯১ - সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
২০০৭ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।
২০১৬ - ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০২৩ - ভারতের পাঠানো চন্দ্রযান-৩এর ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে - এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা - ইসরো'র অন্যতম কৃতিত্ব।

এই দিনে জন্ম:

১৭৪০ - রুশ সম্রাট ষষ্ঠ আইভান।
১৭৭৩ - জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
১৮৬৪ - এলেফথেরিওস ভেনিজেলোস, গ্রিক আইনজীবী, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ৯৩তম প্রধানমন্ত্রী।
১৮৫২ - রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক।
১৯০৮ - আর্থার আদমভ, রুশ-ফরাসি নাট্যকার।
১৯১২ - জিন কেলি, একজন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নৃত্য-পরিচালক ছিলেন।
১৯১৮ - আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী।
১৯২১ - কেনেথ অ্যারো, একজন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২২ - নাজিক আল-মালাইকা, একজন ইরাকি কবি ছিলেন।
১৯২৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩১ - হ্যামিল্টন ওথানেল স্মিথ, নোবেলজয়ী মার্কিন অণুজীববিজ্ঞানী।
১৯৩৩ - রবার্ট কার্ল, আমেরিকান রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৯ - শেলি লং, আমেরিকান অভিনেত্রী।
১৯৫৪ - হালিমা ইয়াকুব, সিঙ্গাপুরের একজন রাজনীতিবিদ।
১৯৬৮ - কৃষ্ণকুমার কুন্নথ, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত।
১৯৭৪ - কনস্টানটিন নভোসেলভ, একজন রুশ-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৭৮ - কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৮০ - জোঅ্যান ফ্রোগ্যাট, একজন ইংরেজ অভিনেত্রী।
১৯৯৪ - অগাস্ট আমেস, কানাডিয়ান পর্নোগ্রাফিক অভিনেত্রী।
 ৬৩৪ - ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.]।
১৩০৫ - উইলিয়াম ওয়ালেস, একজন নাইট ও স্কটল্যান্ড দেশপ্রেমিক। 
১৫৭৪ - আবু সুউদ এফেন্দি, একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ।
১৮০৬ - চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৮৮৬ - পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক।
১৯২৭ - সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা।
১৯৪৪ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৯৭৫ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।
১৯৮২ - স্টানফোর্ড মুর, একজন মার্কিন প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৮৭ - সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক।
১৯৮৯ - আর. ডি. লাইং, ছিলেন স্কটিশ মনোচিকিৎসক।
১৯৯৭ - জন কেন্ড্রেও, একজন ইংরেজ প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
২০১৮ - কুলদীপ নায়ার, প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক।
২০১৯ - অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
২০১৯ - কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী।
২০২৩ - ইয়েভগেনি প্রিগোজিন, একজন রুশ অলিগার্ক এবং ভাড়াটে যোদ্ধাবাহিনীর প্রধান।

জাতীয় মহাকাশ দিবস-ভারত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস-২০০৭ সালের আন্দোলনের স্মরণে।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলাই মানবজাতির অন্যতম বড় অর্জন। সময়ের এই ধারাবাহিকতা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনই হতে পারে ইতিহাস গড়ার দিন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবি নাসিমা সুলতানা শফির ইন্তেকাল
কবি নাসিমা সুলতানা শফির ইন্তেকাল
ফারজানা ইসলামের নতুন বই ‘সময়রেখায় জুলাই অভ্যুত্থান’
ফারজানা ইসলামের নতুন বই ‘সময়রেখায় জুলাই অভ্যুত্থান’
প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই
প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই