• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে বিএনপির মনোনয়ন এগিয়ে মিশকাতুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০১:০৬ পি.এম.
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নে এগিয়ে আছে সাবেক বনও পরিবেশ প্রতিমন্ত্রী  মরহুম জাফরুল ইসলাম চৌধুরী সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

তিনি দীর্ঘদিন ধরে বাঁশখালীতে বহুমুখী জনসেবা কর্মকাণ্ডে এবং দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এখন স্থানীয় জনগণের ইতিমধ্যে তিনি আস্থা অর্জন করেছেন। 
 
দলীয় হাই কমান্ড সূত্রে জানা যায় চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পাপ্পা অনেকটা এগিয়ে রয়েছে। ইতিমধ্যে দলীয় গ্রীন সিগন্যাল পেয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। 

দলীয় সূত্রে জানা গেছে, মিশকাতুল ইসলাম পাপ্পা বিএনপির তৃণমূল সংগঠনসহ সামাজিক ও মানবিক কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি দক্ষিণ চট্টগ্রামে বিগত ফ্যাসিবাদবিরোধী ব্যাপক ভূমিকা রাখায়  তাকে নিয়ে আলাদা চিন্তাভাবনা করছেন দলীয় হাই কমান্ড। 

বিএনপি ঘোষিত সব আন্দোলন সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। তবে তিনি তার জন্মভূমি বাঁশখালী বাসীর জীবনমান উন্নয়নে চিন্তামগ্ন থাকেন। অতি সম্প্রতি পাপ্পা'র প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘদিনের দাবি আনোয়ারা-বাঁশখালী তৈলারদীপ ব্রীজের স্থায়ী টোল মওকুফ এর বিষয়ে ভুমিকা রাখছেন, বিভিন্ন নদী প্রবন এলাকায় নতুনভাবে ভেরী বাঁধ নির্মাণ ও রাস্তাঘাট সংস্কারের কাজ চালু হয়েছে। এতে করে বাঁশখালী বাসীর  দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা যেমন দূর হবে তেমনই ব্যবসা-বাণিজ্যে নতুন প্রাণ ফিরে পাবে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী শহীদ ও আহত এবং জেল জুলুমের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাপ্পা। তিনি আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের ও অন্যায় ভাবে জেল জুলুমের শিকার হওয়া তাদের পরিবারকে নানাভাবে সহায়তা করেছেন। এছাড়া বাঁশখালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতালসহ সামাজিক অবকাঠামো উন্নয়নে অবদান রেখে আসছেন তিনি। 

মনোনয়ন প্রসঙ্গে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বাঁশখালীবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করা আমার জীবনের অঙ্গীকার। সেই লক্ষ্যে আমি প্রস্তুত। আমি দলের দুর্দিনে জনগণের পাশে ছিলাম এখনো আছি, আগামীতেও থাকবো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেন, তবে আমি জনগণের সমর্থন নিয়ে এ আসনটি পুনরুদ্ধার করবো। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করেন, তার পিতা সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বাঁশখালীবাসীর জন্য একজন ধুঁত ছিলেন, তিনিও তার পিতার মত দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এবং জনগণের আস্থা অর্জন করতে পারায় পাপ্পা ধানের শীষের যোগ্য প্রার্থী হতে পারেন। তাকে প্রার্থী করা হলে কোনো বিরোধ থাকবে না এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবে বলে মনে করেন তৃণমূল নেতা কর্মীরা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটি টাকার শিশু পার্ক এখন জঙ্গলে ঢাকা
কোটি টাকার শিশু পার্ক এখন জঙ্গলে ঢাকা
টাঙ্গাইলে পেঁপের বাম্পার ফলন
টাঙ্গাইলে পেঁপের বাম্পার ফলন
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার