ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী


পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সফরকালে ইসহাক দার বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে।
আরও পড়ুন: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন আজ
বিশ্লেষকদের মতে, দারের এ সফর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাণিজ্য, শিক্ষা ও কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের এ উপ-প্রধানমন্ত্রী আগামী ২৫ আগস্ট ঢাকা ত্যাগ করার আগে একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/জা