• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৩:০৮ পি.এম.
দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির-ছবি সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় আছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। বয়স ৪৬ ছুঁয়েও তিনি প্রমাণ করে চলেছেন, ক্রিকেটে বয়স কেবলই একটি সংখ্যা। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গড়লেন দুর্দান্ত এক রেকর্ড।

শনিবার  (২৩ আগস্ট) ভোরে সিপিএলে তাহিরের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে। সেই ম্যাচেই ৪ ওভারে মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তাহির। এর মধ্যে একটি মেডেনও ছিল। ম্যাচের সপ্তম ওভারে গুগলিতে বোকা বানিয়ে সাকিব আল হাসানকে স্টাম্পিং করান তিনি। এরপর একে একে ফেরান ইমাদ ওয়াসিম, শামার স্প্রিংগার, উসামা মির ও ওবেদ ম্যাককয়কে।

এ নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট পাঁচবার ৫ উইকেট নিলেন ইমরান তাহির। এর মধ্যে তিনটি এসেছে ৪২ বছরের পর। ফাইফারের সংখ্যায় তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে (৫ বার)-তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, শাহিন আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমার। তালিকার শীর্ষে আছেন ডেভিড ভিসা (৭ ফাইফার)।

৪৬ বছর ১৪৮ দিন বয়সে ফাইফার নিয়ে তাহির গড়লেন আরেকটি বিশ্বরেকর্ড-টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন-এর হিসাব অনুযায়ী, এটিই আসলে সবচেয়ে বেশি বয়সে নেওয়া ফাইফারের বিশ্বরেকর্ড।

আরও একটি মাইলফলক যোগ হয়েছে তার ঝুলিতে-টি-টোয়েন্টিতে সবচেয়ে বয়সী অধিনায়ক হিসেবে ফাইফার নেওয়ার কীর্তিও এখন তাহিরের দখলে। একই সঙ্গে তিনি বিশ্বের একমাত্র বোলার (নারী-পুরুষ উভয় ক্রিকেট মিলিয়ে), যিনি ৪০ বছরের পর তিনবার ফাইফার পেয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত
মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
অভিষেকের পর টানা ফিফটিতে বিশ্বরেকর্ড ব্রিটজকের
অভিষেকের পর টানা ফিফটিতে বিশ্বরেকর্ড ব্রিটজকের