• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই সনদে গণভোটের বিকল্প নেই: সেন্টার ফর সিভিল রাইটস

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:২২ পি.এম.
ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া অন্য কোনও পথ নেই বলে মত দিয়েছেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা।

শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিল রাইটস আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা বলেন, অধ্যাদেশের মাধ্যমে এ সনদ কার্যকর করা হলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার তা সহজেই বাতিল করতে পারে।

বক্তারা মনে করেন, গণভোটের মাধ্যমে জনমত গঠন করেই জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তা না হলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে। শহীদ পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেন অনেকে।

আইনজ্ঞরা প্রস্তাব করেন, সব দলের স্বাক্ষর নিয়ে বিশেষ ক্রান্তিকালীন বিধান হিসেবে সনদটিকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। এতে করে সনদটি হবে অটল ও নিরঙ্কুশ। এছাড়া, জাতীয় নির্বাচনের সাথে একযোগে গণভোট আয়োজন করলে ব্যয়ও কম হবে বলে মত দেন বেশ কয়েকজন বক্তা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : রিজওয়ানা হাসান
ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : রিজওয়ানা হাসান
ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী