• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের ৪০ শতাংশ মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আসামি

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১২ জন, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ, ফৌজদারি মামলার আসামি।

গণতন্ত্র ও নির্বাচন পর্যবেক্ষণকারী এনজিও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির বিরুদ্ধে-৮৯টি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে ৪৭টি মামলা চলেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ১৯টি, কর্ণাটকের সিদ্দারমাইয়াহর বিরুদ্ধে ১৩টি এবং ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

অন্যদিকে কেরালার পিনারাই বিজয়ন (২টি), মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ (১টি), হিমাচলের সুখবিন্দর সিং (১টি) ও পাঞ্জাবের ভগবন্দ সিং মানে (১টি) মামলার মুখোমুখি। এ ১২ জনের মধ্যে ১০ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ঘুষ গ্রহণ ও ভয়-ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার লোকসভায় তিনটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এসব বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের হলে ৩০ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’
‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’
‘ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়
‘ফ্যাসিবাদী বিজেপি’ ও মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়