• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাখালী ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ মীর হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মীর হোসেন (৫৫) শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ছিলেন।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে মহাখালী ফিলিং স্টেশনে দগ্ধ অবস্থায় মীর হোসেনকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

আজ বিকেলে ২নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা