রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে রাজবাড়ীতে বিএনপির কর্মীসভা


রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে রাজবাড়ীতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন। পরে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজবাড়ী পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ড্রাই আইস ফ্যাক্টরির মাঠ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, জেলা বীর মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জহির রাজ, সাংগঠনিক সম্পাদক আকমল চৌধুরী, সাইদুর জামান মিলন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুজ্জামান খান, ৮নং ওয়ার্ড সভাপতি মো. নাছির উদ্দিন নাছির, সাধারণ সম্পাদক শাহেব আলী খান ও ৯নং ওয়ার্ড সভাপতি মীর মোতাহার হোসেন মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ তার ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্যের অবসান ঘটবে, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।
ভিওডি বাংলা/ এমএইচ