• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

সাভার প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৯ আসন থেকে দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ চলে।

বিক্ষোভকারীরা জানান, ঢাকা-১৯ আসনে মোট ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, ভোটার সংখ্যা ৭ লাখের বেশি। কিন্তু আসন পুনর্বিন্যাসে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে তারা বলেন, দূরত্বজনিত কারণে কেরানীগঞ্জের জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের মানুষের যোগাযোগ সম্ভব নয়। এতে উন্নয়ন ব্যাহত হবে। তাই দুই ইউনিয়নকে সাভারের সঙ্গেই রাখার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

স্থানীয় বাসিন্দা আয়ুব খান বলেন, “বিরুলিয়া ও বনগাঁওকে ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করলে এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হবে। কেরানীগঞ্জ প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে। ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।”

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, ‌“অবরোধ চলাকালীন যান চলাচলে সমস্যা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য