• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘ভাত-কাপড়, জমি-কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প গড়ে তোল’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) জাতীয় গণফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জেলা গণফ্রন্টের সমন্বয়ক মো. ছমির উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মোকলেছুর রহমান ও মকসুদ আহম্মেদ মনি। এছাড়া জেলা গণফ্রন্টের সদস্য ডা. হাবিবুর রহমান, মো. শাজাহান, ওমর আলী ও মো. আলামিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে একনায়ক সরকারের পতন ঘটলেও বর্তমান সরকার আরও বড় ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে। দেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঘটছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে ও শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম শক্তিকেই বিকল্প হিসেবে দাঁড়াতে হবে। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রত্যেক কর্মীকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সকলে আন্তরিকভাবে চেষ্টা করলে একটি শক্তিশালী বাম বিকল্প গড়ে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চৌগাছায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়
চৌগাছায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবুল রানা
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবুল রানা
বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুমের যাত্রা শুরু
বরগুনায় বন্ড ফ্যাশনের ২৫তম শোরুমের যাত্রা শুরু