• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রসমাজই প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের চালিকা শক্তি- মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০৫:৫০ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রজীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সক্রিয় ছিলাম। ১৯৬৯ সালের আয়ুব খানের শাসনবিরোধী আন্দোলনের সময়, সেই  উত্তাল রাজনীতির মাঝে  ছাত্রসমাজের স্বপ্ন, সংগ্রাম এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা আমাকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করেছিল।

রোববার ২৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, যা নতুন প্রজন্মের ছাত্রনেতাদের জন্যও একইভাবে অনুপ্রেরণা ও পরিবর্তনের সূচনা হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায় বজায় রাখাই হবে প্রকৃত শক্তির পরিচয়।

ছাত্রনেতাদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, তোমরা দেখিয়ে দাও, ছাত্রসমাজই প্রকৃত গণতান্ত্রিক পরিবর্তনের চালিকা শক্তি। তোমরা গণতন্ত্রের শুদ্ধ চর্চাকারী। তোমরা শুধু স্টুডেন্ট নও, তোমরা চেঞ্জমেকার।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন
নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন
মেহের আফরোজ শাওনের মা আর নেই
মেহের আফরোজ শাওনের মা আর নেই
তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার
তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার