• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীরবতা

লায়ন মোঃ গনি মিয়া বাবুল    ২৫ আগস্ট ২০২৫, ১২:০৯ পি.এম.
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাড়ছে বয়স বাড়ছে অভিজ্ঞতা
তর্ক নয় চাই নীরবতা,
কে আপন কে প্রিয়জন
সবাই সবার প্রয়োজন।
শব্দহীন বসবাস নীরবতা
সুখ শান্তি একতা,
আকাশের উদারতা সাগরের গভীরতা
নিঃশব্দ শক্তি নীরবতা।
প্রেম প্রীতি ভালবাসা বিজয়
নীরবতা মানে দুর্বলতা নয়,
যখন নীরব থাকা হয়
জীবন হয় তখন সুখময়।
আমাদের চাওয়া বিশ্বময়
জীবন যেন হয় শান্তিময়,
নীরবতা উদারতা গুণ তাই
সবসময় সবার জন্যে চাই।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৬তম জন্মদিন আজ
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৬তম জন্মদিন আজ
কবি নাসিমা সুলতানা শফির ইন্তেকাল
কবি নাসিমা সুলতানা শফির ইন্তেকাল
ফারজানা ইসলামের নতুন বই ‘সময়রেখায় জুলাই অভ্যুত্থান’
ফারজানা ইসলামের নতুন বই ‘সময়রেখায় জুলাই অভ্যুত্থান’