• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডামুড্যায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি প্রার্থী উজ্জ্বল হাওলাদার

ডামুড্যা ( শরীয়তপুর) প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শরীয়তপুরের ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উজ্জ্বল হাওলাদার। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছেন। দলের সংকটময় মুহূর্তে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল হাওলাদার একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত। তিনি শুধু সংগঠনের কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, সামাজিক নানা উদ্যোগের সঙ্গেও যুক্ত আছেন। ফলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী-সমর্থকদের কাছেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।

আসন্ন ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়ায় তার নাম সভাপতি প্রার্থীদের তালিকায় উঠে এসেছে। দলীয় কর্মীদের একটি অংশ মনে করেন, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও অভিজ্ঞতার কারণে উজ্জ্বল হাওলাদারই হতে পারেন পরবর্তী ইউনিয়ন বিএনপির নেতৃত্বের জন্য উপযুক্ত ব্যক্তি।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় ও উপজেলা কমিটির মতামতের ভিত্তিতে। এরই মধ্যে উজ্জ্বল হাওলাদারের পক্ষে সমর্থন জানাতে শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়াবাসীর উদ্যোগে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত
আখাউড়াবাসীর উদ্যোগে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত
নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে না: লেয়াকত
নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠিত হবে না: লেয়াকত
কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত