• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশার হাবাসপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

হাবাসপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম রাজ এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ.আর. মাহমুদুল হক রোজেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য আজমীর হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম.এ. জিন্নাহ, সহ-সভাপতি মো. আহসান উল্লাহ, রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য মো. কালাম মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবাহান মিয়া, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম (খোকন) ও রাজবাড়ী জেলা ছাত্রদল নেতা সজীব রাজা প্রমুখ।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহ অংশগ্রহণ করেন।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন