ডাকসু নির্বাচন:
প্রচারণায় মানতে হবে নির্দিষ্ট আচরণবিধি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর, চলবে রাত ১২টা পর্যন্ত। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের প্রচারণায় নির্দিষ্ট আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। ছাত্রী প্রার্থীরা প্রচার চালাতে পারবেন রুম, রুমের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধুমাত্র প্রশাসনের অনুমোদিত অডিটোরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।
প্রচারে শুধুমাত্র সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। এগুলিতে শুধুমাত্র প্রার্থীর ছবি থাকতেই হবে; অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো বস্তুতে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।
নির্বাচন কমিশন প্রার্থীদের প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি চালাবে।
ভিওডি বাংলা/জা