• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩১ দফা বাস্তবায়নের লক্ষ‍্যে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ১২:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সৈয়দপুর জেলা বিএনপি অধিন‍্যস্ত ইউনিট কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের আনোরমারী ডিগ্রী কলেজ এলাকা হতে কবিরাজের বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ‍্যা ৬ টা থেকে রাত সাড়ে ৯ পর্যন্ত রণচন্ডী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য, সাবেক সংসদ সদস‍্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলামের নেতৃত্বে আনোরমারী ডিগ্রী কলেজ এলাকা হতে কবিরাজের বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস‍্য আশরাফ আলী, গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিকুল ইসলাম বাবু, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মারুফুল ইসলাম,

৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক লওয়াব আলী, সাবেক সভাপতি আব্দুল কাদের মেম্বার, ৯ নং ওয়ার্ডের সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, গাড়াগ্রাম ইউনিয়নের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি বকুল হোসেন

সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃচালু করা।

তিনি বলেন,“এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণ করা সম্ভব হবে। স্বৈরাচারী শাসনব্যবস্থা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই দেশ ও জাতিকে রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
পরিবেশের ভারসাম্যে আঘাত, তীব্র হচ্ছে জলবায়ু
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে  খুশি কৃষক-উদ্যোক্তারা
ঝালকাঠির পেয়ারার দ্বিগুণ দামে খুশি কৃষক-উদ্যোক্তারা
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত