• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বন্ধ প্লাটিনাম ক্রিয়েশন কারখানা পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ১২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত প্লাটিনাম ক্রিয়েশন অ্যান্ড ডিজাইন লিমিটেড গত ২৪ আগস্ট হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে, শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে। এতে শতাধিক শ্রমিক বেতন বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এই কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছে।

সমাবেশে ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, “কারখানা হঠাৎ বন্ধ হওয়ায় শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। বকেয়া বেতন না পাওয়ায় তারা দোকানদার ও বাড়িওয়ালাদের কাছে প্রতিনিয়ত অপমানের মুখে পড়ছেন এবং পরিবার নিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন।”

তিনি আরও জানান, শ্রমিকদের কোনো পাওনা পরিশোধ না করে উৎপাদন বন্ধ করা হয়েছে, যা শ্রম আইন লঙ্ঘনের শামিল। ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত কারখানা পুনরায় চালু করা এবং দুই মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি
সারাদেশে একযোগে ১৮৯ বিচারককে বদলি
দেশকে নারী বান্ধব করতে কাজ করছে সরকার : রিজওয়ানা হাসান
দেশকে নারী বান্ধব করতে কাজ করছে সরকার : রিজওয়ানা হাসান
৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ