• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে এক কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০১:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া ভেড়ামারায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে  ৪০০০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটেলিয়ন।

রোববার (২৫ আগষ্ট) বিকালে ভেড়ামারা হাইওয়ে রাস্তায়  বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস গাড়ি তল্লাশি চালিয়ে ৪০০০ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

কুষ্টিয়া বিজিবি ৪৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এর পরিচালনায়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন ভেড়ামারা উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ আনোয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।

ভেড়ামারা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ভেড়ামারা হাইওয়ে রাস্তায় সিরাজগঞ্জ টু বেনাপোলগামী রয়েল এক্সপ্রেস গাড়ি তল্লাশি চালিয়ে  ৪০০০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত  কারেন্ট জালের সিজার মূল্য  (এক কোটি ষাট লক্ষ) টাকা। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে‌।  এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী
পাংশায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী
নাগরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নাগরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন
রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন