ইবি ছাত্রদল নেতার মায়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুনের সদ্য প্রয়াত মায়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের আহ্বানে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবীব, আবু দাউদ, সদস্য রাফিজ, নূরউদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, মুকতাদির রহমান, রোকনুজ্জামান সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।
এসময় প্রয়াতের রুহের মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া করা হয়। দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনা করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ