• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলোকদিয়ায় জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

আলোকদিয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)। 

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানায় নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রাজু ও তার মামাতো ভাই বাবুর সঙ্গে এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে এরই জেরে রাজু ও বাবু ধারালো অস্ত্র দিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মিরাজ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। ফের সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক খালেদুর রহমান বলেন, “জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে 'রাইটস যশোর' এর উদ্যোগে প্রেস কনফারেন্স
মাদারীপুরে 'রাইটস যশোর' এর উদ্যোগে প্রেস কনফারেন্স
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী