• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পূর্বধলায় বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচলের রাস্তা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে সড়কে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক্ষা জুলেখা খাতুন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার, অভিভাবকদের পক্ষে শামসুল আলম, ফারুক আহমেদ খোকন, পপি আক্তার ও আসমা খাতুন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর চারপাশে সীমানা প্রাচীর না থাকায় গ্রামের লোকজন বিদ্যালয়ে ভেতর দিয়ে চলাচল করতো। সময় পরিক্রমায় লোকজন ও যানবাহন বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ের ভেতর দিয়ে প্রতিনিয়ত সাইকেল, মোটর সাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি সহ অসংখ্য যানবাহন চলাচল করায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষিকাবৃন্দ ছোট বড় দূর্ঘটনার আশংকায় থাকে।

২৪ সালের প্রথম দিকে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী লোকজনের বাঁধার কারণে রাস্তার উপর দেয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি মোটর সাইকেল ও অটোরিকশা নীচে দূর্ঘটনায় পড়ে বেশ কয়েক জন শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভেতর রাস্তাটি বন্ধের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমলনগরে মৎস্যজীবিকে অণ্ডকোষে ইট ঝুলিয়ে নির্যাতন
কমলনগরে মৎস্যজীবিকে অণ্ডকোষে ইট ঝুলিয়ে নির্যাতন
মাদারীপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
মাদারীপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
তারেক রহমানের কাছে কী আবদার করলেন প্রতিবন্ধী তারা মিয়ার!
তারেক রহমানের কাছে কী আবদার করলেন প্রতিবন্ধী তারা মিয়ার!