• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিস্টরাই আমাদের ফেস্টুন বিকৃত করেছে: সাদিক

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০৮:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

কালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাবির চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হাসিনার প্রেতাত্মা যেসব কালচারাল ফ্যাসিস্ট এখনও চারুকলায় রয়ে গেছে, তারাই আমাদের ফেস্টুন বিকৃত করেছে।’

এর আগে সকালে ডাকসু নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ক্যাম্পাসজুড়ে প্রার্থীদের ছবি সংবলিত ফেস্টুন টানায় শিবির। তবে দুপুরের দিকে চারুকলা অনুষদে টানানো ফেস্টুন মাটিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে শিবির প্রার্থীদের ছবি বিকৃত করে দানবের রূপ দেয়া হয়।

সাদিক কায়েম অভিযোগ করেন, ‘২৪-এর পরাজিত শক্তিই এসব করছে। আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে বিকৃত করা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’
 
তিনি আরও বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে চারুকলা অনুষদের ভেতরে একটি গোষ্ঠী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলেছিল। এটিকে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর ঘৃণ্য অপচেষ্টা করছে কিছু চিহ্নিত মিডিয়া। আমরা মনে করি এই সন্ত্রাসী গোষ্ঠীর দায় চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর চাপানো একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’

এ সময় শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘বোরকা পরা নারী প্রার্থীর ছবিকে বিকৃত করার মাধ্যমে প্রমাণিত হয়েছে–খুনি হাসিনার আমলের ইসলামোফোবিয়া ও হিজাবোফোবিয়ার কুৎসিত রাজনীতি এখনও টিকে আছে। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত।’

শিবির সমর্থিত জোটের প্রার্থীরা এ ধরনের কর্মকাণ্ডকে আসন্ন ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র উল্লেখ করে তা প্রতিহত করতে প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচারণায় মানতে হবে নির্দিষ্ট আচরণবিধি
প্রচারণায় মানতে হবে নির্দিষ্ট আচরণবিধি
নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে : আবিদুল ইসলাম
নির্বাচনকে ঘিরে মুক্তিযুদ্ধকে অপমানের চেষ্টা চলছে : আবিদুল ইসলাম
ইবিতে বিশুদ্ধ পানি সরবরাহে ডিভাইস বিতরণ
ইবিতে বিশুদ্ধ পানি সরবরাহে ডিভাইস বিতরণ