• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতিতে নির্বাচন সবার জন্য কল্যাণকর : রেজাউল করীম

শরীয়তপুর প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ১০:০৬ পি.এম.
শরীয়তপুর ইসলামী যুব আন্দোলনের সমাবেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রচলিত নির্বাচনী পদ্ধতিকে ফ্যাসিস্ট সরকার তৈরির অনুকূল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

চরমোনাই পীর বলেন, “বর্তমান নির্বাচনী পদ্ধতির কারণে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। অথচ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের রায় প্রতিফলিত হবে, ফ্যাসিস্ট সরকার তৈরি হবে না। তখন কোনো খুনি, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ ক্ষমতায় আসতে পারবে না।”

পিআর পদ্ধতি নিয়ে সমালোচকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, “বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এ ব্যবস্থা থেকে সরে যায়নি। অর্থাৎ এটি সবার জন্য কল্যাণকর। তাই আমাদের দাবি—আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, “আপনারা ক্ষমতায় এসে তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন—সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। কিন্তু সেগুলোর বাস্তবায়ন না করেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো, আপনাদের ওপর যেন অজানা শক্তি ভর করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলার সভাপতি এস এম আহসান হাবিব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন