আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু আজ


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (২৭ আগস্ট)। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন।
গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এদের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন, বাকিরা পলাতক। পলাতক ২৬ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ছয় আসামি হলেন- এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবে।
এর আগে ২৮ জুলাই প্রসিকিউশন অভিযোগ গঠনের শুনানি শেষ করে। পরদিন ২৯ জুলাই তিন আসামির অব্যাহতির আবেদন শোনা হয়। পরে ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় গত ২৪ জুন। এরপর ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।
ভিওডি বাংলা/জা