• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বেলা ১টার মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে ‌মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টায় শাহাবাগ চত্বরে প্রকৌশল অধিকার পরিষদ আয়োজিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি ওয়ালীউল্লাহ। 

এর আগে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনে বেলা ১১টা থেকে শাহবাগ চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাড়ে ১১টায় মাইকে ব্লকেড ব্লকেড স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ করেন তারা।

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।

ওয়ালী উল্লাহ বলেন, আজকে আমাদের এখানে অবস্থান নেওয়া সরকারের জন্য লজ্জাজনক। আমাদের দুই দাবির মধ্যে ছিল, রোকন ভাইকে হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের মামলা না দিয়ে একজনকে প্রমোশন দেওয়া হয়েছে।

প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লিপু বলেন, আমরা বিগত ছয় মাস ধরে তিন দাবি নিয়ে আন্দোলন করে আসছি। বার বার কর্মসূচি দেওয়ার পর গতকাল রাত ৮ পর্যন্ত শাহবাগে অবস্থান নিয়েছি । এর পরও সরকার থেকে কোনো ধরনের আশ্বাস আমাদের দেওয়া হয়নি। পরে লং মার্চ ঘোষণা দিয়েছি।

তিনি বলেন, আমরা কোটা প্রথার বিলোপ চাই। এক বছর পর আবারও আমাদের কোটা নিয়ে রাস্তায় আসতে হয়েছে। এটা কখনোই কাম্য ছিল না। অবিলম্বে কোটা প্রথার বিলোপ করতে হবে। এই দাবি শুধু প্রকৌশলীদের নয়, দেশের সবার।

দেশের করের টাকায় গড়ে ওঠা দক্ষ প্রকৌশলী মেধাবীরা কেন বিদেশ চলে যাবে। সরকার আমরা দুপুর ১টা পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে সরকার পক্ষ থেকে প্রতিনিধিদল শাহবাগে আসতে হবে এবং দাবি মেনে নিয়ে তা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুর ও বাসাবোতে দুই শিশুর ধর্ষণ, গ্রেপ্তার ২
মিরপুর ও বাসাবোতে দুই শিশুর ধর্ষণ, গ্রেপ্তার ২
রাজধানীতে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজধানীতে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
মাইলস্টোনের আরও ১ শিক্ষার্থীর মৃত্যু
মাইলস্টোনের আরও ১ শিক্ষার্থীর মৃত্যু