• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, যে কোনো সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ।

বুধবার (২৭ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।”

এর আগে গত রোববার রোডম্যাপের বিস্তারিত তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আর গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে চার নির্বাচন কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। 

ইতোমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপে অন্তর্ভুক্ত থাকবে-ভোটার হালনাগাদ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তাদের প্যানেল তৈরি, নির্বাচনী ম্যানুয়াল প্রণয়ন, আইন সংস্কার এবং ভোটের উপকরণ ক্রয়সহ প্রয়োজনীয় সব কার্যক্রম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
জাতীয় স্বার্থে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা খাল পুনরুদ্ধার করতে হবে :  রিজওয়ানা হাসান
জাতীয় স্বার্থে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা খাল পুনরুদ্ধার করতে হবে : রিজওয়ানা হাসান