• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় চায়ের দোকানে জুয়ার আসর

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৩ জনকে আটক করেছে। বুধবার (২৭) আগস্ট সকালে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার (তাতীপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মোঃ সুজন চৌধুরী (৩২), আঃ সালাম মন্ডল (২৮), আব্দুল মন্ডল (৩৮), মোঃ আলীম মিয়া (৩৫), মোঃ ওলিদ মন্ডল (২৯), মোঃ আহাদুল চৌধুরী (৪০), আবু কালাম মন্ডল (৪০), রাসেল ফকির (২৮), মোঃ রেজাউল মন্ডল (৪৫), মোঃ মোহন মিয়া (৩৫), তোফাজ্জেল হোসেন তুফান মন্ডল (৩৫), সজীব মুন্সি (২৫) ও আলম শিকদার (৩৪)।

এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত হিসেবে নগদ ১০ হাজার ৪০ টাকা, ১০১টি তাস ও একটি লাল-কালো রঙের গামছা জব্দ করে পুলিশ।

থানাসূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) শাহ আলম সোহাগ, এসআই (নিঃ) জোবাইন ফেরদৌস, এএসআই (নিঃ) রাজু আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বাগদুলী বাজার এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মোঃ আলিম মিয়ার চায়ের দোকানে জুয়ার আসর বসানো হয়েছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়া খেলা অবস্থায় আসামীদেরকে আটক করে।

আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা টাকার বিনিময়ে জুয়া খেলছিল। এছাড়া চায়ের দোকানের মালিক মোঃ আলিম মিয়া অন্যদের জুয়া খেলার সুযোগ করে দিয়েছিলেন এবং নিজেও এতে অংশ নিয়েছিলেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনের ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন