সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে 'তৃণমূলের আগামী রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ আগস্ট সকাল দশটার দিকে সৈয়দপুর শহরের ইকু হ্যারিটেজ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু।
এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।
সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম আহবায়ক আরমান হোসেন, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন, আব্দুস সালম আবুল কালাম আজাদ, এনামুল কবির মীর, আনোয়ার, মামুন হোসেন, কাজী আবদুর রহিম, সোহাগ হাসান নোমান, মোহাব্বত শাহজাহান উজ্জ্বল শেখ সহ অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে এ জেলার সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







