ফুলবাড়ীতে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের যন্ত্রপাতি বিতরণ


রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি কৃষক দলের মাঝে ১০টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।
বুধবার (২৭ আগস্ট ) বিকাল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রপাতি বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন,খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান,ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনার জন্য কাজ করছে। এই ধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণের ফলে কৃষকেরা আরও কম সময়ে অধিক জমিতে চাষাবাদ করতে পারবেন।”
কৃষকরা জানান, প্রতিটি কৃষক গ্রুপ ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে এই যন্ত্রপাতি পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং সরকারের এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভিওডি বাংলা/ এমএইচ