• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রমিক অধিকার নিশ্চিতে আইনি স্বীকৃতির আহ্বান সাকির

নিজস্ব প্রতিবেদক    ২৭ আগস্ট ২০২৫, ০৭:২২ পি.এম.
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

খেটে খাওয়া মানুষের ওপর যেকোনো অন্যায় চাপিয়ে দেওয়া সম্ভব হলেও ক্ষমতাশালীদের ওপর ন্যায্য কিছু চাপিয়ে দেওয়া যায় না— এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “যে ব্যক্তি যে ধরনের কাজই করুন না কেন, তাকে অবশ্যই শ্রম আইনের আওতায় আনতে হবে। অন্যথায় তার অধিকার নির্দিষ্ট করা সম্ভব নয়।”

সাকি বলেন, “নাগরিককে ইউনিয়ন করার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার দিতে হবে। সেটা আউটসোর্সিং বা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক— যেই হোক না কেন। অথচ বাস্তবে তারা চাইলে ইউনিয়ন করতে পারে না। সরকারি খাতায় তাদের শ্রমিক হিসেবেই লেখা হয়, কিন্তু তাদের মৌলিক অধিকার অস্বীকার করা হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই খেটে খাওয়া মানুষের জীবনমানের পরিবর্তন হোক। তাদের জীবন বদল না হলে দেশেরও কোনো পরিবর্তন আসবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরুরি সংবাদ সম্মেলন  ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
জরুরি সংবাদ সম্মেলন  ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
গ্রিন সিগন্যালেই মনোনয়ন !
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর
জুলাই সনদ বাস্তবায়নে শহীদ মিনারে ঘোষণার আহ্বান পাটোয়ারীর