নেত্রকোণা সদর উপজেলা সহ-সভাপতি হলেন নজরুল ইসলাম


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা সদর উপজেলা শাখার নতুন সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো.নজরুল ইসলাম । দলীয় সূত্র জানায়, সংগঠনের গঠনতান্ত্রিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে কেন্দ্রীয় ও জেলা নেতাদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোঃ নজরুল ইসলাম নেত্রকোণা জেলা ছাত্রদলের সাবেক সম্মানিত সদস্য এবং জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও রৌহা ইউনিয়ন বিএনপির সদস্য । তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক এবং কারা নির্যাতিত নেতা দীর্ঘদিন ধরে তিনি বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
তিনি নেত্রকোণা সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের মৃত নওয়াব আলী সরকারের জেষ্ট পুত্র ।
সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে মোঃ নজরুল ইসলাম উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি মজিবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ