সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি

পর্যটন এলাকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে জারি করা এক আদেশে সিলেটের বিভিন্ন স্থানে বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।
আদেশে বলা হয়েছে, সীমান্তবর্তী উপজেলাগুলোতে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাচারে জড়িত। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আলোচিত সরকারি কর্মকর্তা সারোয়ার আলম গত ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি পর্যটন এলাকা রক্ষায় বালু-পাথর উত্তোলনে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন।
ভিওডি বাংলা/ আরিফ







