তারেক রহমান দেশে ফিরলেই বদলাবে রাজনীতির দৃশ্যপট: যুবদল


লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সাক্ষাৎকারে তিনি জানান, তাদের আলোচনায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে।
মুন্না বলেন, ‘আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে। তাই তারেক রহমান নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না। নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে এবং জেলাভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।’
জানিয়ে তিনি বলেন, ‘পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় কিছু নেতাকর্মীর তৎপরতায় দল প্রশ্নবিদ্ধ হলেও, তারেক রহমান দেশে ফিরলেই পরিস্থিতি বদলাবে। মুন্না আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন এবং ভবিষ্যতে কেউ অন্যায় করলে তা প্রতিহত করা হবে।’
হাসিনার সরকারের সময় যুবসংগঠন নিপীড়কের ভূমিকা পালন করলেও, ক্ষমতায় গেলে যুবদল আইনশৃঙ্খলা এবং ন্যায়ের পথে থাকবে। দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার করা হবে বলে জানান যুবদল সভাপতি।
ভিওডি বাংলা/জা