সচিব হলেন যুবলীগ নেতার বোন, প্রশাসনে তোলপাড়


বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনীতিক বদিউল আলম চৌধুরীর কন্যা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের বড় বোন ড. নাজনীন কাউসার চৌধুরী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি সচিব পদমর্যাদার। এ নিয়োগকে ঘিরে প্রশাসনের ভেতরে-বাইরে আলোচনা-সমালোচনা চলছে।
প্রশ্ন উঠেছে-ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পরও দলটির ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা কীভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন। অনেকেই অভিযোগ করছেন, প্রভাবশালী মহলের সুপারিশে এসব পদোন্নতি হচ্ছে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এর আগে ড. নাজনীন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাজনীন কাউসারের পারিবারিকভাবে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। তার খালা জোবাইরা নার্গিস খান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
এদিকে সম্প্রতি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২২ সালের ১৭ এপ্রিল লেখা সেই চিঠিতে নাজনীনকে “আওয়ামী পরিবারের সদস্য” উল্লেখ করে অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়নের জন্য সুপারিশ করেছিলেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, নাজনীন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তিনি বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডিসহ অর্থনীতিতে তিনটি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন।
তবে আওয়ামী লীগের আমলে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে সুবিধা পাওয়ার অভিযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
ভিওডি বাংলা/জা