• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইনর লিগে খেলার জন্য সাকিবের মন্তব্য

স্পোর্টস ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৩ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। এবার তিনি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটেও নাম লিখিয়েছেন। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভেড়িয়েছে আটলান্টা ফায়ার। দলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আটলান্টা ফায়ারের সঙ্গে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেটে খেলব। আরও আনন্দের খবর, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর। ফোবানার সফলতা কামনা করি। আশা করি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।”

আগেই আটলান্টা ফায়ার জানিয়ে দেয়, “বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে দলের সঙ্গে যুক্ত হবেন। ব্যাট-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকাখ্যাতি দলের জন্য বড় শক্তি হবে। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন।”

মাইনর লিগ ক্রিকেট ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। এটি যুক্তরাষ্ট্রের পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা, যা ২০২১ সালে চালু হয় এবং মূলত মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ
প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ
চোটে কারণে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের
চোটে কারণে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের
চ্যাম্পিয়ন্স লিগে নতুন চমক, ইতিহাস গড়ল চার ক্লাব
চ্যাম্পিয়ন্স লিগে নতুন চমক, ইতিহাস গড়ল চার ক্লাব