• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নোবিপ্রবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রি সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টা থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন। তারা প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন স্লোগান দেন।

গত বছরের সেপ্টেম্বরে দেওয়া স্মারকলিপির পরও জটিলতার সমাধান হয়নি। অন্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করলেও এসিসিই বিভাগের ক্লাস ও পরীক্ষা গত সাত মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন।  

এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জানান,  ডিগ্রি সংক্রান্ত সমাধান ও প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা বিভাগ ও প্রশাসনিক ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ন্যায্য আন্দোলনে আমাদের পাশে শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল থাকবেন বলে বিশ্বাস করি।

অন্য শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “ইউজিসি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও ডিগ্রি দিতে হবে। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেওয়া হচ্ছে, সেভাবেই আমাদের কেন দেওয়া যাবে না? আমরা তাই প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবো।”

একা তালুকদার আরও বলেন, “আমরা ক্লাসে ফিরে যেতে চাই। কিন্তু ন্যায্য দাবি মানা হচ্ছে না। ২০১৩ সাল থেকে আন্দোলন চলছে। এবারও দাবি আদায় না হলে কঠোর আন্দোলন হবে।”

নোবিপ্রবির প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এটি দীর্ঘদিনের জটিলতা। আমরা চাই সমস্যা সমাধান হোক। তবে তালাবদ্ধ থাকায় প্রশাসনিক ভবনের ভেতরে কেউ ঢুকতে বা বের হতে পারছে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন