• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০৬:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরনের আয়োজন করে। 

এ উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মোটর সাইকেল নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে জড়ো হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে  বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিশাল মোটর সাইকেল বহরটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ।

এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভপতি মো. শরিফুল ইসলাম স্বপন, মাসুদুর রহমান, লিয়াকত মোল্লা, মো. তোফায়েল মোল্লা, শিব শংকর সূত্রধর, সম্মানিত সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, আবুল কালাম আজাদ রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, ইঞ্জিয়ার রেজাউল ইসলাম রেজা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী বাবু, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান আতিক, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সাবেক যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা নাগরপুর উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছি। সুষ্ঠধারার রাজনীতি ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ