• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদলের উপর শিবিরের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাঁশখালী উপজেলার দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হায়দার, আমিনুল হক রাব্বি ও মিশকাতুল ইসলাম ক্লাস শেষ করে মাদ্রাসা হতে বের হলে বাহিরে অপেক্ষারত বহিরাগত শিবিরের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। স্থানীয় লোকজন ছাত্রদলের নেতাকর্মীদেরকে শিবিরের হামলা হতে রক্ষা করেন। 

উল্লেখ্য যে, উক্ত মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলেও প্রধান শিক্ষক মাওলানা হোসাইন ও স্থানীয় জামাতের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মুজিবসহ বেশিরভাগ শিক্ষক জামাতের রাজনীতির সাথে সরাসরি যুক্ত এবং জামাত-শিবির ওই মাদ্রাসাকে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করে আসছেন।

ঘটনার সূত্রপাতে শিবিরের নেতাকর্মীরা তাদের কাঙ্ক্ষিত হামলা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে সারা উপজেলা হতে সন্ত্রাসীদের এনে জড়ো করতে থাকেন। খবর পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্ধার করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বহিরাগত শিবিরের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটায়। 

এ ঘটনায় পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা তায়েফসহ অন্তত ১০জন আহত হয়েছে। শিবিরের ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীরা কলেজ ছাত্রদল নেতা তায়েফের পায়ের রগ কেটে দেয়, আহত অন্যান্যরা হচ্ছেন বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, শাহেদ তালুকদার, সায়মন, তানভীর হায়দার, রাব্বি,  সায়েদসহ যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আরো ৫ নেতাকর্মীসহ ছাত্রদলের নেতাকর্মীদের উদ্ধার করতে আসা সাধারণ মানুষও আহত হয়।

শিবিরের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাঁশখালী উপজেলার বাহারচরায় সংগঠিত ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বাঁশখালী থানা পুলিশকে অবহিত করেছি। যারা বিভিন্ন রূপ ধারণ করে আওয়ামী ফ্যাসীবাদী এজেন্দা বাস্তবায়ন করতে এ ঘৃণ্যতম অপরাধের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, রাজপথে নৈরাজ্য আর অপকর্মের ফায়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ
ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ